রাত ২ টোর সময় বিধানসভা অধিবেশন(Assembly Session) ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্য-রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, মন্ত্রিসভার পাঠানো নোটে টাইপের সমস্যার জেরে এই ভুল। এহেন পরিস্থিতির মাঝে এই ইস্যুতেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং টাইপো সমস্যার বিষয়টি রাজ্যপালকে জানান তিনি। সূত্রের খবর, আগামী ২৮ তারিখ ফের মন্ত্রিসভার বৈঠক বসবে। তারপর নতুন প্রস্তাব যাবে রাজ্যপালের কাছে।
জানা গিয়েছে, বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, ‘am শব্দটা টাইপোগ্রাফিক্যাল ভুল। সর্বত্র pm লেখা।’ ২৮ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই ভুল শুধরে নেওয়া হবে। এদিন টুইটে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “রাজ্যপালের টুইট দেখে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। জানান, am শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা। এটা বুঝে নিলেই ভালো হত। এদিকে, আবার pm লিখে প্রস্তাব পাঠাতে মুখ্যমন্ত্রী ২৮/২ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।”
1/2: রাজ্যপালের টুইট দেখে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। জানান, am শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা।
এটা বুঝে নিলেই ভালো হত। এদিকে, আবার pm লিখে প্রস্তাব পাঠাতে মুখ্যমন্ত্রী 28/2 মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। more… https://t.co/dT96N8mLQF— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 24, 2022
পাশাপাশি আরও একটি টুইটে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি লেখেন, “প্রশ্ন হল, রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে? এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই। রাজ্যপাল সব রীতি ভাঙছেন। সরকারের কাজে বাধা দেওয়া, বাংলার বিরুদ্ধে কুৎসা, নন ইস্যুকে ইস্যু করতে তিনি ব্যস্ত। রাজ্যপালের পদের গরিমা নষ্ট করে বিজেপির প্রতিনিধিত্ব করছেন তিনি।”
2/2: প্রশ্ন হল, রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে? এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই। রাজ্যপাল সব রীতি ভাঙছেন। সরকারের কাজে বাধা দেওয়া, বাংলার বিরুদ্ধে কুৎসা, নন ইস্যুকে ইস্যু করতে তিনি ব্যস্ত। রাজ্যপালের পদের গরিমা নষ্ট করে বিজেপির প্রতিনিধিত্ব করছেন তিনি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 24, 2022
উল্লেখ্য, বিধানসভা অধিবেশনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্যাবিনেট নোট পাঠানো হয়েছিল রাজ্যপালকে। কিন্তু সেখানে অধিবেশনের সময় দুপুর ২টোর বদলে রাত দুটোয় লেখা ছিল। এদিন মন্ত্রিসভার সেই নোটেই সাক্ষর করে দেন রাজ্যপাল। টুইটেও বিষয়টি প্রকাশ করেন ধনকড়। তিনি লেখেন, এটা একপ্রকার নজিরবিহীন ঘটনা। কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “এটা টাইপের ত্রুটি। রাজ্যপাল চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। এখন মন্ত্রিসভা পরবর্তী সিদ্ধান্ত নেবে।” এসবকিছুর মাঝেই এবার রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী।