নজিরবিহীন: রাত ২ টোয় বিধানসভা অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

0
8

রাত ২ টোর সময় বিধানসভা অধিবেশন(Assembly Session) ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। বরাবরের মতো চেনা অভ্যাসে টুইট করে এদিন বিষয়টি প্রকাশ্যে এনেছেন বাংলার রাজ্যপাল(Govornor)। যেখানে তিনি জানিয়েছেন, ৭ মার্চ রাত ২টোয় শুরু হবে বিধানসভা অধিবেশন। পাশাপাশি তিনি আরও লিখেছেন, “মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে নজিরবিহীন, কিন্তু এটাই মন্ত্রিসভার(Cabinet) সিদ্ধান্ত।” বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, কেন এভাবে হঠাৎ মধ্যরাতের পর বিধানসভা অধিবেশন শুরু করার প্রস্তাব দিলেন রাজ্যপাল।

 

বিধানসভা অধিবেশনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্যাবিনেট নোট পাঠানো হয়েছিল রাজ্যপালকে। কিন্তু সেখানে অধিবেশনের সময় দুপুর ২টোর বদলে রাত দুটোয় লেখা ছিল। এদিন মন্ত্রিসভার সেই নোটেই সাক্ষর করে দেন রাজ্যপাল। টুইটেও বিষয়টি প্রকাশ করেন ধনকড়। তিনি লেখেন, এটা একপ্রকার নজিরবিহীন ঘটনা। কিন্তু এটাই মন্ত্রিসভার সিধান্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এটা টাইপের ত্রুটি। রাজ্যপাল চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। এখন মন্ত্রিসভা পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন বিষয় নয়। একাধিক ইস্যুতে বারবার এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। গত ২৬ জানুয়ারি বিধানসভায় (Assembly) বেনজির সংঘাত প্রকাশ্যে আসে। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর রাজ্যপালের বিরুদ্ধে কড়া অবস্থান নেন অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banejee)। তিনি বলেন, ভবিষ্যতে রাজ্যপাল (Governor) স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব। সেখানে ওনার কী ভূমিকা হবে। সেই সংঘাতের পর এবার বিধানসভা অধিবেশনের সময়ে ত্রুটি দেখেও রাজ্যপালের এহেন পদক্ষেপ স্বাভাবিকভাবেই রাজ্যপালের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছে।