আনিসের রহস্য মৃত্যু উন্মোচনে কঠোর সিট। আজ, বৃহস্পতিবার আমতা থানার ওসি দেব্রব্রত চক্রবর্তীকে তলব করা হল ভবানীভবনে। আজই ভবানীভবনে হাজিরা দেবেন তিনি।

আরও পড়ুন:আনিস ছিলেন তৃণমূল সমর্থক! প্রমাণ দিলেন দেবাংশু ভট্টাচার্য

ছাত্রনেতা আনিসের মৃত্যু রহস্যের কিনারা করতে জোরদার তদন্তে নেমেছে সিট। তদন্ত যতই এগোচ্ছে ততই উঠে আসছে নয়া তথ্য। পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর নির্দেশমত আনিস মৃত্যু রহস্যের নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট ১৫দিনের মধ্যে পেশ করা হবে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। দফায় দফায় তাদের জেরা করা হয়। তাতেই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভবানীভবনে তলব করা হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে।

এদিকে আনিস কাণ্ডে বুধবার গ্রেফতার হওয়া ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হয়।গ্রেফতার হওয়া দুজনই কী সেই রাতে আনিসের বাড়িতে গেছিল?এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আনিসের মৃত্যুর রহস্য উন্মোচনে তৎপর সিট। আনিসের পরিবার সহযোগিতা না করলেও পুলিশের সূত্র ধরেই তদন্তের জাল গোটাচ্ছেন সিটের বিশেষ প্রতিনিধি দল।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































