অনেক ঝড়-ঝাপটার পর আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan)। নিজের পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছেন আরিয়ান। জানা যাচ্ছে, আরিয়ান খানের লেখার কাজে ডেবিউ হতে চলেছে। এছাড়া শোনা যাচ্ছে আরিয়ান আপাতত একটি ওয়েব সিরিজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করছেন। স্ক্রিপ্টগুলি বর্তমানে প্রযোজনার মধ্যে রয়েছে এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের সমস্ত মান পূর্ণ না হওয়া পর্যন্ত সেগুলি প্রকাশ করা হবে না বলেও খবর।
একদিকে যেমন ফিচার ফিল্মটির গল্প গোপন রাখা হচ্ছে, অন্যদিকে ওয়েব সিরিজটির গল্প বেশ আকর্ষণীয়। সেটি একটি ডাই-হার্ড ফ্যানকে কেন্দ্র করে তৈরি হবে এবং তাতে কিছু আকর্ষণীয় অংশ থাকবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে এই বছর ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদনও পেতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন-দ্বিপাক্ষিক সমস্যা মেটাতে মোদিকে টেলিভিশন বিতর্কে বসার প্রস্তাব ইমরানের
আরিয়ান খান (Aryan Khan) এই সমস্ত কাজের পাশাপাশি বিলাল সিদ্দিকির সহ-লেখক হিসেবেও কাজ করছেন। শাহরুখ খান বছরের পর বছর ধরে তাঁর লেখার প্রতি ভালবাসার কথা খোলামেলা জানিয়েছিলেন, এবার তাঁরই পুত্র আরিয়ান সেই কর্মক্ষেত্রে প্রবেশ করার লক্ষ্যে রয়েছে।
অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা খান পা রাখতে চলেছেন অভিনয় জগতে। জোয়া আখতার পরিচালিত ওয়েব সিরিজে ডেবিউ করবেন সুহানা। সিরিজটি বিখ্যাত ‘আর্চি কমিক্স’ নিয়ে তৈরি, নেটফ্লিক্সে দেখা যাবে।












































































































































