Weather Forecast:ঘন কুয়াশায় মুখ ঢাকল তিলোত্তমা, ব্যাহত যান চলাচল

0
2

সকাল থেকেই ঘন কুয়াশায় মুখ ঢেকেছে শহর কলকাতা। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। সকালে দৃশ্যমানতা এতটাই কমেছে যে টানা ৪ ঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা। ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন পরিষেবাও। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়াগামী বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ঢোকে। দুর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।


আরও পড়ুন:Sadhan Pande:আজ সাধন পান্ডের শেষকৃত্য, প্রিয় বিধায়ককে বিধানসভায় শেষশ্রদ্ধা


সোমবার ভোরে শহর কলকাতার আকাশ শীতকালের মতোই কুশায়া ঢাকা ছিল। যে কারণে দৃশ্যমানতার সমস্যা তৈরি হয়। কিন্তু দৃশ্যমানতা এতটাই কম ছিল যে যান চলাচল ব্যাহত হয়। আবহাওয়া দফতর সূত্রের খবর, কুয়াশার জের আরও বেশ কিছুদিন থাকবে।তবে, শীতের আমেজ থাকলেও আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সোমবার দিনের সর্বোচ্চ তামমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।