Kerala High Court : স্বামীর আপত্তি উপেক্ষা করে অন্য পুরুষের সঙ্গে কথা বৈবাহিক নিষ্ঠুরতার সামিল : আদালত

0
3

স্বামীর আপত্তি অগ্রাহ্য করে রাতে অন্য পুরুষের সঙ্গে কথা বলা বৈবাহিক নিষ্ঠুরতার সামিল। এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের।

২০১২ সালে এক দম্পতির বিবাহ হয় । বিয়ের কিছু সময় পরেই স্ত্রী স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। অন্যদিকে স্বামীও স্ত্রীর আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। স্বামীর অভিযোগ অফিসের কোনো এক ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । বিষয়টি নিয়ে মামলা হয়। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে স্বামী আদালতের দ্বারস্থ হয়। আদালত স্বামীর আর্জি খারিজ করে দেয়। এরপর মামলা যায় কেরল হাইকোর্টে । দুই তরফের বয়ান শুনে কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ , স্বামীর আপত্তি সত্ত্বেও স্ত্রী যদি অন্য কোনও পুরুষের সঙ্গে দিনের পর দিন ফোনালাপ বা বাক্যালাপ চালিয়ে যান তাহলে তা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। এবং এই ঘটনাকে বৈবাহিক নিষ্ঠুরতা বলে গণ্য করা হবে।