বঙ্গ থেকে এই মরশুমের মতো বিদায় নিচ্ছে শীত। ভোর রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও, দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর মধ্যেই রবিবার বৃষ্টির পূর্বাভাস (Weather Report) দিল আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে আগামিকাল থেকে দুই বঙ্গেই হবে বৃষ্টি। তবে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন-জনবিচ্ছিন্ন! কেন্দ্রীয় নিরাপত্তার বহর বাড়িয়ে চলেছেন শুভেন্দু, তীব্র কটাক্ষ কুণালের
শনিবার মাঝারি (Weather Report) বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ছাড়া বাকি ৯ টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়ার উন্নতি হবে সোমবার থেকে। তবে উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে আরও দু’দিন হাল্কা বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।













































































































































