ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা ( Srilanka) বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ (T-20) সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। খারাপ ফর্মের জন্য টেস্ট দল থেকে বাদ পরলেন অভিজ্ঞ দুই ব্যাটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। দলে জায়গা পাননি বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও।

শনিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। এছাড়া টেস্ট দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উত্তরপ্রদেশের সৌরভ কুমার। রবিচন্দ্রন অশ্বিনের চোট থাকলেও তাকে দলে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

একনজরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল – রোহিত শর্মা (অধিনায়ক), জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়র, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের ভিত্তিতে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় দল – রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়র, ভেঙ্কটেশ আইয়র, দীপক হুডা, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চ্যাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আভেশ খান।
আরও পড়ুন:Cheteshwar Pujara: রাহানে পারলেও, পারলেন না পূজারা, শূন্য রানে আউট হলেন তিনি










































































































































