গরু পাচারকাণ্ডে (Craddle Smuggling case-ED) অন্যতম অভিযুক্ত এনামুল হককে শনিবার দিল্লিতে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি সূত্রে এমনটাই জানানো হয়েছে। শনিবারই এনামুলকে আদালতে তোলা হচ্ছে। ইডি সূত্রে জানানো হয়েছে , বৃহত্তর তদন্তের স্বার্থে গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুলকে নিজেদের হেফাজতে রাখতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে ২০২০ সালে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই এই পাচার চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তাফা, আনিরুল শেখ-সহ সাতজনের নামে চার্জশিট পেশ করে। চলতি বছরের বছরের জানুয়ারি মাসে দেশের শীর্ষ আদালত এনামুলের জামিনের আবেদন মঞ্জুর করে ।

কিন্তু মাসখানেক কাটতে না কাটতেই ফের তাঁকে গ্রেফতার করা হল। এদিকে গরু পাচারকাণ্ডের তদন্তে অতিসম্প্রতি চিত্রতারকা দেব ও দেবের সংস্থার এক সহ প্রযোজককে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।












































































































































