India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল

0
2

এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজ পকেটে পুরল ভারতীয় দল (India) । শুক্রবার ইডেনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানে জিতল রোহিত শর্মার (Rohit Sharma) দল। সিরিজের ফলাফল ২-০।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কেরন পোলার্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। ৫২ রান করেন কোহলি। এবং ৫২ রানে অপরাজিত পন্থ। ৩৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন রস্টোন। ১ টি করে উইকেট নেন কর্টেল, শেপার্ড।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক‍্যারিবিয়ানদের হয়ে লড়াই চালান নিকোলাস পুরান এবং পোয়েল। ৬২ রান করেন পুরান। ৬৮ রান করেন পোয়েল। ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চ‍্যাহাল এবং রবি বিষ্ণোই।

আরও পড়ুন:Virat Kohli: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিতে পারেন কোহলি : সূত্র