১) প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। বৃহস্পতিবার দুপুর ১টা ৫৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। গত ২৪ জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

২) এয়ারপোর্টে মান্না দে সুরজিৎ কে গান গাইতে বললেন, হাসতে হাসতে সুরজিৎ মান্না দে কে গান শুনিয়ে দিলেন। মান্না দে বললেন কী ভালো গলা তোমার সুরজিৎ। সুরজিতের স্মৃতিচারণে বললেন গৌতম সরকার।

৩) এবার নকআউট পর্বের সূচি প্রকাশিত করল আইএসএল কতৃপক্ষ। দুটি লেগে আয়োজিত হবে সেমি ফাইনাল। যদিও ফাইনাল হবে একটি লেগেই। আগামী ১১ মার্চ আয়োজিত হবে প্রথম সেমি ফাইনালের প্রথম লেগ, আর দ্বিতীয় লেগ আয়োজিত হবে ১৫ মার্চ। একই ভাবে, দ্বিতীয় সেমি ফাইনালের প্রথম লেগ আয়োজিত হবে আগামী ১২ মার্চ, আর দ্বিতীয় লেগ হবে আগামী ১৬ মার্চ তারিখে।

৪) ভারত সহ ছয়টি দেশ আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আয়োজন করবে। এবার সেই সুখবরে এল সোনায় সোহাগা। ভারতীয় ফুটবলের মক্কা বাংলা অর্থাৎ কলকাতায় যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন










































































































































