বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সুনগুপ্ত ( Surajit Sengupta) । কোভিডে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি মৃত্যকালে বয়স হয়েছিল ৭১ বছর। তার প্রয়ানে শোকস্তব্ধ কলকাতা ময়দান।

জানা গিয়েছে, হাসপাতাল থেকে প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে সুরজিৎ সেনগুপ্তের মরদেহ। দীর্ঘদিন ধরে লাল-হলুদ জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন তিনি। সেই ক্লাবে শ্রদ্ধা জানানো হবে তাঁকে। সেখান থেকে সুরজিতের দেহ যাবে মোহনবাগান ক্লাবে। তারপরে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে সুরজিৎ সেনগুপ্তকে। সেখানে কিছু ক্ষণ রাখার পরে সন্ধ্যা ৭টা নাগাদ গল্ফগ্রিনে ‘উদয় সদন’ নামের একটি কমিউনিটি হলে রাখা থাকবে তাঁর দেহ। সেখানে ভক্তরা প্রিয় ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তার পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে।

এদিন সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুর খবর শুনে ছুঁটে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আসেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার-সহ অনেই। এদিন দেবব্রত সরকার বলেন, একজন শিল্পী ফুটবলার ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। আমার সৌভাগ্য আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। আমি মর্মাহত। উনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। ক্লাবের ওনার স্মরনসভা পালন করা হবে। আমরা সব আলোচনা করে দিন ঠিক করব।”
আরও পড়ুন:Surajit Sengupta: সুরজিতের স্মৃতিচারণে গৌতম, সত্যজিৎ, সুব্রত, দীপেন্দুরা










































































































































