জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(NSA) অজিত ডোভালের(Ajit Doval) বাসভবনের নিরাপত্তা বিঘ্নিত। বুধবার সকালে গাড়ি নিয়ে এক ব্যক্তি অধিগ্রহণের বাসভবনে প্রবেশের চেষ্টা করে বলে জানা গিয়েছে। যদিও সঠিক সময়ে ওই ব্যক্তিকে আটকে দেয় নিরাপত্তা বাহিনী। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জানা গিয়েছে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি কর্নাটকের(Karnatak) ব্যাঙ্গালুরুর বাসিন্দা। ভাড়া করা গাড়ি নিয়ে সে অজিত ডোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি ধরা পড়ার পর চাঞ্চল্যকর দাবি করেছেন। জিজ্ঞাসাবাদের সময় সে জানায় কেউ তার শরীরে ইলেকট্রনিক চিপ লাগিয়ে দিয়েছেন এবং তা দূর থেকে রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও তল্লাশিতে তেমন কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। বর্তমানে অভিযুক্তকে স্পেশাল সেলের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পাশাপাশি, অ্যান্টি টেরর ইউনিট (Anti-terror Unit) বা সন্ত্রাস বিরোধী শাখাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অভিযুক্তই অনুপ্রবেশকারী মানসিক ভারসাম্যহীন।
আরও পড়ুন:ক্লাসরুমে ফিরতে পেরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের
উল্লেখ্য, ভারতের জেমস বন্ড হিসেবে পরিচিত অজিত ডোভাল বিগত কয়েক দশক ধরে জঙ্গি সংগঠনগুলির নিশানায় রয়েছেন। গত কয়েক বছরে, তিনি পাকিস্তান (Pakistan) ও চিনের (China) চক্ষুশূল হয়ে উঠেছেন। কেরালা (Kerala) ক্যাডারের আইপিএস (IPS) অফিসার ডোভাল, ১৯৭২ সালে ভারতের গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্যুরোয় (Intelligence Bureaw) যোগ দিয়েছিলেন। একজন ইন্টেলিজেন্স এজেন্ট হিসাবে অজিত ডোভাল অনেক কীর্তির অধিকারী। ‘অপারেশন ব্লু স্টার’ (Operation Blue Star), ‘অপারেশন ব্লু থান্ডার’-এর (Operation Blue Thunder) মতো ভারতের সফল অভিযানের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।















































































































































