কাল সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর বাপি লাহিড়ি। সঙ্গীত জগতের আবারও নক্ষত্রপতন। কথায় আছে একটা নক্ষত্র খসলে আরও একটা নক্ষত্রের পতন হয়। এক্ষেত্রেও অনেকটা তাই। দুই সঙ্গীতশিল্পির পরপর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতশিল্পীরা।

আরও পড়ুন:তাঁর জনপ্রিয় গানগুলির সুরকার ছিলেন বাপি, “ডিস্কো কিং”-এর মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন উষা

বিক্রম ঘোষ: ”আমি কল্পনাও করতে পারছি না। কাল সন্ধ্যা মুখোপাধ্যায়, আর আজ বাপি লাহিড়ি। বাপি দার ওনার তো বয়সও হয়নি সেভাবে। সত্যিই দুর্দান্ত কাজ করেছেন। ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। খুব ভাল তবলা বাজাতেন। মিউজিক নিয়ে অনেক জ্ঞান ছিল। কিছু বলার নেই। অনেকেই ওঁনার সঙ্গে কাজ করেছেন। অনেকে অনেক কিছু শিখেছেন।”

রাঘব চট্টোপাধ্যায়: “কাল সন্ধ্যাদির জন্য যে চোখের জল পড়ল , তার পরই বাপি দা!ভাবতেই পারছি না। মানুষটা এতটা আধুনিক ছিলেন, তিনি অসাধারণভাবে ইন্টারন্যাশন্যাল মিউজিককে ইন্ডিয়ান মিউজিকে পরিণত করেছিলেন,সেটা তাঁকে অন্য সকলের থেকে আলাদা করে তোলে।”

জিৎ গঙ্গোপাধ্যায়ঃ মানুষটা মনে প্রাণে বাঙালি। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সঙ্গীত জগতে। যতই উনি মুম্বইতে থাকেন। ডিস্কো সিঙ্গার বলা হয় তাঁকে। বাঙালিয়ানাটা কোনওদিন ভুলে যাননি। অসংখ্য সৃষ্টি রয়েছে তাঁর। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। অনেক সময় আমাকে আমার গান শুনে বলতেন যে ওই গানের অন্তরা সুন্দর হয়েছে, ওই গানের মুখরা ভাল হয়েছে, কীভাবে বানালি? সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। কালকের থেকেই মনটা খারাপ। বাপিদা নিজের গানেই বলেছেন যে কভি আলবিনা না কেহনা, তাই আমিও বাপিদাকে আলবিদা বলতে পারব না।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































