এখনও শারীরিক অবস্থা সঙ্কটজনক প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। মঙ্গলবারও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। নতুন করে শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি প্রাক্তন এই ফুটবলারের। মঙ্গলবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

মঙ্গলবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হল, “সোমবার ইলেকটিভ ট্রাকিয়োস্টমি পরীক্ষার পর সুরজিৎ সেনগুপ্তের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৫ শতাংশের মধ্যে রয়েছে। গভীর আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। ভ্যাসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূত্র নির্গমন সামান্য বেড়েছে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। নতুন করে জ্বর আসেনি প্রাক্তন এই ফুটবলারের। ওযুধের সাহায্যে নিয়ন্ত্রণে রয়েছে হৃদস্পন্দন। ডাঃ অজয় কৃষ্ণা সরকারের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ সুরজিৎ সেনগুপ্তের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কার্ডিয়োলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত পর্যবেক্ষণ করেছেন যথাক্রমে অঞ্জন লাল দত্ত এবং জয়ন্ত কুমার বসু।
আরও পড়ুন:India Team: পরিবর্তিত হল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সিরিজের সূচি












































































































































