Shilpa shetty-Fraud case : আর্থিক প্রতারণা: মা -বোন সহ শিল্পাকে আদালতে হাজিরার নির্দেশ

0
2

এবার সরাসরি শিল্পা শেট্টির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল । শুধু শিল্পাই নন তাঁর মা সুনন্দা শেট্টি এবং বোন শমিতা শেট্টির বিরুদ্ধেও এই একই অভিযোগ। এক গাড়ি ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে সময়মতো তা ফেরত না দেওয়ার অভিযোগে তিন জনকেই হাজিরার নির্দেশ দিল মুম্বইয়ের অন্ধেরি আদালত।

 

পারহাদ ফিরোজ নামের এক গাড়ি-ব্যবসায়ী জুহু থানায় শিল্পা, তাঁর বোন শমিতা এবং মা সুনন্দা শেট্টির নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। সেই গাড়ি-ব্যবসায়ীর পারহাদ ফিরোজের অভিযোগ, ২০১৫ সালে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি ২১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৭ সালের মধ্যে এই ঋণ শোধ করবেন। এখন শিল্পার বাবা বেঁচে নেই। কিন্তু যে প্রতিষ্ঠানটির নাম করে ঋণ নেওয়া হয়েছিল সেটির অংশীদার শিল্পা , তাঁর মা এবং বোন। অথচ তারা এখন সেই টাকা ফেরত দিতে অস্বীকার করছেন। জুহু থানায় লিখিত অভিযোগ জানিয়ে ওই ব্যবসায়ী এমনটাই দাবি করেছেন । ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই আগামী ২৮ ফেব্রুয়ারি শিল্পা সহ তিন জনকে হাজিরার নির্দেশ দিয়েছে অন্ধেরির আদালত।