এখনও কোভিড শেষ হয়নি বিধিনিষেধ তুললে বিপদ হতে পারে, সতর্কবার্তা WHO-র

0
2

করোনা অতিমারি(coronavirus) এখনো পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি। আরও নয়া রূপ আসতে পারে। এই পরিস্থিতিতে বিধি নিষেধ তুলে নেওয়া বিপদজনক। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health organisation)। শুধু তাই নয় আরও জানানো হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন ভ্যারিয়েন্ট হাজির হতে পারে, যা ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন(souma saminathan) বলেন, আমরা করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। তাই আমরা এখনও অতিমারীর শেষে আসিনি। তিনি আরো জানান অতিমারি ফুরিয়ে গিয়েছে এই গুজবে কান দেবেন না। করোনার নতুন ভেরিয়েন্ট যেকোনো সময় হাজির হতে পারে তাতে আবার আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন কোনওভাবেই সতর্কতা বন্ধ করা যাবে না।

আরও পড়ুন:বীরভূমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাব, তবে বিরোধীশূন্য পুরসভা চাই না, বলছে তৃণমূল

এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানান, গোটা পৃথিবীতে যখন করোনা সংক্রমণ ১০০ পেরোয়নি তখনই সতর্ক করেছিলাম আমরা। রাষ্ট্রনেতারা যদি তখন আমাদের কথা শুনতেন তাহলে এই পরিস্থিতি হত না। তখন কেউ আমাদের কথা শোনেনি। এখন বিধিনিষেধ না মানলে আগামী দিনের আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে আমাদের।