মর্মান্তিক! বোমা বিস্ফোরণে হাত উড়ে গেল কিশোরের। উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটের ঘটনা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ।

এদিন বাড়ির সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে রাস্তায় খেলা করছিল সঞ্জীব শ্রীবাস্তব নামে বছর ১৩-র ওই কিশোর। সেই সময় বল একটু দূরে দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত জায়গায় গিয়ে পড়ে। আবর্জনা সরিয়ে বল কুড়োতে যায় সে। আবর্জনার মাঝে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোরের ডান হাত উড়ে যায়। কে বা কারা ওই আবর্জনার ভিড়ে বোমাটি ফেলল, তা খতিয়ে দেখা হচ্ছে। জোড়াবাগান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কী ধরনের বোমা ছিল, তাও এখনও স্পষ্ট নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে। তাঁরা ওই পরিত্যক্ত এলাকার থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবেন। তারপরেই গোটা বিষয়টির সম্পর্কে আরও বিশদে জানা যাবে।
আরও পড়ুন- রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার দমদমে, টানা ছদিন মায়ের দেহ আগলে ছেলে!


































































































































