India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল এবং অক্ষর প‍্যাটেল

0
3

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies ) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল ( Kl Rahul) । একই সঙ্গে ছিটকে গেলেন অল-রাউন্ডার অক্ষর প্যাটেলও।  ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-২০ ম‍্যাচের আসর। সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি রাহুল এবং অক্ষরের বদলি হিসেবে নাম দিয়েছেন রুতুরাজ গায়কওয়াড এবং দীপক হুডার।

৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে ফিল্ডিংয়ের সময় উপরের বাম দিকের হ্যামস্ট্রিংয়ে স্ট্রেন ধরেছিল। অপরদিকে  অক্ষর সম্প্রতি কোভিড থেকে সুস্থ হওয়ার পরে তার পুনর্বাসনের চূড়ান্ত পর্যায়ে আবার শুরু করেছেন। চোট কাটিয়ে ওঠার জন্য তারা এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন।

একনজরে ভারতের টি-২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চ‍্যাহাল, ওয়াশিংটন, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্ষাল প্যাটেল, রুতুরাজ গায়কওয়াড়, দীপক হুডা।

আরও পড়ুন:এবার ঋদ্ধির পাশে দাঁড়ালেন সৈয়দ কিরমানি