Kangana Ranaut  : ‘আফগানিস্তানে গিয়ে সাহস দেখাক’, হিজাব বিতর্কে এবার ময়দানে কঙ্গনা

0
2

হিজাব বিতর্কে  (hijab controversy)এবার মুখ খুললেন  বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। শুক্রবার  নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘যদি সাহস দেখাতেই হয় তবে আফগানিস্তানে গিয়ে বোরখা না পরে দেখান। নিজেকে বন্দি না করে শিকল ভাঙতে শিখুন। স্বাধীনভাবে বাঁচতে শিখুন’। কঙ্গনার এই পোস্টে মন্তব্য করেছেন  অভিনেত্রী শাবনা আজমি। সোশ্যাল মিডিয়াতেই  শাবানা লিখেছেন, ‘যত দূর জানি আফগানিস্তান ধর্মভিত্তিক দেশ। আর ভারত ধর্মনিরেপক্ষ দেশ, তাই তো?” তবে কঙ্গনা এর প্রত্যুত্তরে  আর কোনো মন্তব্য করেননি।