বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:
কোভিডের আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে অসম। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই আবার স্বাভাবিক জীবনে ফিরছেন অসমের বাসিন্দারা। ওই দিন থেকেই অসমে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। উঠে যাচ্ছে নাইট কার্ফুও (Night Curfew)।
দিসপুরে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, “আমাদের রাজ্যে করোনার সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। দৈনিক সংক্রমণও কমে গিয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৫০ জনেরও কম। তাই আমরা অধিকাংশ বিধিনিষেধই প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে অধিকাংশ বিধিনিষেধ উঠে গেলেও প্রকাশ্যে মাস্ক পরা এখনও বাধ্যতামূলকই থাকছে। সময় মতো রাজ্যবাসীকে করোনার টিকা নেওয়ারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারির পরও রাজ্যের বাসিন্দাদের মাস্ক পরতেই হবে। সেইসঙ্গে, ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনেই সিনেমা হল, রেস্তরাঁ-সহ সব জায়গায় ১০০ শতাংশ দর্শক ও অতিথিদের ঢুকতে দেওয়া যাবে। তবে যাঁদের করোনার দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র তাঁরাই এইসব জায়গায় ঢোকার অনুমতি পাবেন। পাশাপাশি, সভা, সমিতি বা জমায়েতে যেতে গেলেও দু’টি টিকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।











































































































































