দিনভর বাঘ-বন্দির চেষ্টার পর বনদফতরের জালে কুলতলির বাঘ। বৃহস্পতিবার ভোররাতে ছাগলের লোভ দেখিয়ে আটক করা হল রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। স্বভাবতই স্বস্তিতে এলাকাবাসী। তবে খাঁচাবন্দী হওয়ার পরই শুরু হয়েছে গর্জন।
আরও পড়ুন:Vidyasagar Setu: আগামী রবিবার ছ’ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প কোন রাস্তায় যাবেন
বুধবার সকালে কুলতলি ব্লকে দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুল চাঁদ ও সাবুর আলি কাটা এই দুই জায়গার মধ্যবর্তী ম্যানগ্রোভের বাদাবনে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। এরপরেই চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যেই পেটকুলচাঁদ-সহ পাশের সাবুর আলিকাটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। ছাপ পরীক্ষা করে সেটি বাঘের কিনা তা নিশ্চিত করেন তারা। এরপরই শুরু হয় বাঘ পাকড়াও অভিযান। বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় যাতে কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেই কারণে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশও।
যে এলাকায় বাঘটির থাকার সম্ভাবনা ছিল, সেই এলাকাটিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর বাঘটিকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয়। ভোর ৩টে নাগাদ সেই ছাগলের লোভেই খাঁচাবন্দি হয় দক্ষিণরায়। এরপরেই তার হুঙ্কার শুনতে পান গ্রামবাসী এবং বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে তারা দেখতে পায় খাঁচায় ধরা দিয়েছে দক্ষিণরায়। দ্রুত খাঁচাবন্দি বাঘটিকে নিয়ে বনদফতরের বোট রওনা দেয় সুন্দরবনের বনি ক্যাম্পের দিকে। সেখানে দক্ষিণরায়ের শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে। এরপর বনদফতরের শীর্ষ কর্তাদের নির্দেশ পাওয়ার পরেই জঙ্গলে ছেড়ে আসা হবে বাঘটিকে বলে বনদফতরের তরফে জানানো হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.