বহুদিন চেষ্টা করেও কোনও লাভ হয়নি। মেলেনি সন্তান(Children) সুখ। টানা ১৫ বছর(15 years) এই সুখ থেকে বঞ্চিত ছিলেন বিহারের(Bihar) মোতিহারি জেলার শঙ্কর সারাইয়া গ্রামের বাসিন্দা চন্দন সিং আর ঊষা দেবী। বিয়ে হয়েছিল ২০০৭ সালে, কিন্তু শারীরিক সমস্যার কারণে ‘মা-বাবা’ (Parents)ডাক শোনার সৌভাগ্য হয়নি।ধীরে ধীরে সব আশা ক্ষীণ হতে থাকে। আর ঠিক সেই সময়েই বিধাতার ম্যাজিক! মা হওয়ায় সমস্ত আশা যখন ছেড়েই দিয়েছিলেন ঊষা দেবী, তখনই ঈশ্বরের আশীর্বাদে তাঁর ঘর আলো করে এল একটা নয়, দুটো নয় একেবারে ৪ সন্তান(Children)।

Corona update: নাকে স্প্রে করলে সারবে করোনা?

বিহারের এই দম্পতি সম্প্রতি তিন পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। পরিবারে এইমুহূর্তে খুশির জোয়ার । একসাথে চার সন্তানের জন্ম দেওয়ার পর ঊষা দেবীকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।


সূত্র মারফত জানা যায় যে বর্তমানে ঊষাদেবী ও তাঁর ৪ সন্তান ভর্তি রয়েছেন মুজাফফরপুরের একটি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক বলছেন একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেওয়া সত্যিই বিরল ঘটনা। এমন ঘটনার সাক্ষী থাকতে পেরে খুশি হাসপাতালের সকলেই। আপাতত সুস্থ আছেন মা ঊষা দেবী ও তাঁর সন্তানেরা।










































































































































