অবশেষে সুখবর রাজ্যের প্রায় ২ লক্ষ উদ্বাস্তুর (Refugee) জন্য। এবার নিঃশর্ত দলিল পাচ্ছেন উদ্বাস্তুরা (Refugee)। জানা গিয়েছে, প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২ লক্ষ উদ্বাস্তুর হাতে জমির দলিল তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। উদ্বাস্তুরা যে জমিতে যুগ যুগ ধরে বাস করছিলেন, সেই জমির ” ফ্রি হোল্ড ডিড” বা “নিঃশর্তে জমির দলিল” এবার হাতে পেতে চলেছেন তাঁরা।
প্রসঙ্গত, ১৯৭১ সাল বা তারপর থেকে সরকারি ও বেসরকারি জমিতে বাসকারী উদ্বাস্তুদের দলিল দিতে হবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যে মোট ২৬৫৪টি উদ্বাস্তু কলোনিতে আছেন ওই উদ্বাস্তুরা। ২০১৯-এ লোকসভা ভোটের আগে ওই উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের জমিতে বাসকারীদেরও দলিল দিয়ে চায় রাজ্য। এই মর্মে কেন্দ্রকে তিন-তিনবার চিঠি দেয় রাজ্য সরকার। কিন্তু সেই চিঠির উত্তর এখনও মেলেনি বলে দাবি নবান্নর। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আর না থেকে ওই জমির অসহায় বাসিন্দারাও বৃহস্পতিবার দলিল পাবেন মুখ্যমন্ত্রীর হাত থেকে।
দলিল পেতে মানতে হবে যে সরকারি নির্দেশিকা-
(১) দলিল পেতে প্রকৃত উদ্বাস্তু কিনা সেই নথি দেখাতে হবে।
(২) কাগজ বা থাকলে তাঁদের সেল্ফ ডিক্লেয়ারেশনের ভিত্তিতে দলিল।
(৩) ১০ বছর জমি হস্তান্তর করা যাবে না।
(৪) অসুখ, মেয়ের বিয়ে বা কোনও গুরুতর সমস্যায় পড়লে ১০ বছরের আগেও জমি বিক্রি করা যাবে।
আরও পড়ুন- বুথে বুথে সশস্ত্র বাহিনী, QRT! পুরনিগমের ভোটে নিরাপত্তা সুনিশ্চিতে কমিশনের দুর্গ