SK Supiyan:শীর্ষ আদালতে আগাম জামিন শেখ সুফিয়ানের

0
2

ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। আজ, বুধবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে।

আরও পড়ুন:তৃণমূল পা রাখতেই বিজেপি সমর্থিত মেঘালয় সরকারে যোগ কংগ্রেসের সব বিধায়কের

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগ ওঠে।  কলকাতা হাইকোর্টের নির্দেশে এই হিংসা মামলার তদন্তভার দেওয়া হয় CBI-কে। প্রথমে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনায় উঠে আসে শেখ সুফিয়ানের নাম। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এরপর গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শেখ সুফিয়ান। তবে সেখানে জামিন না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ নহন তিনি। এরপরই আজ শীর্ষ আদালতে তাঁকে আজ জামিন দেওয়া হয়।

নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর নাম জড়িয়ে দেওয়া হয় বলে প্রথম থেকেই অভিযোগ করেন তিনি।প্রথমে জামিনের আবেদন করেন কলকাতা হাইকোর্টে। কিন্তু তা মঞ্জুর না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা। বুধবার সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত।