উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ প্রশাসন সহ কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ বছরে যোগীর শাসনকালে রন্ধ্রে-রন্ধ্রে প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরলেন তিনি।

এনআরসি কিংবা কৃষিক আন্দোলনের সময় উত্তরপ্রদেশ সহ গোটা দেশজুড়ে যে সকল আন্দোলনকারী শহিদ হয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের রেলের চাকরি দেওয়ার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ভার্চুয়াল সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি ভারতের জন্য অত্যন্ত বিপদজনক দল। ট্যাক্স-এর নামে টাকা নিচ্ছে কেন্দ্র, পিএম কেয়ারের টাকা কোথায় খরচ হয়েছে? ভোট আসলেই এরা আসে, আর ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। অখিলেশ জিতলে বাংলা ও উত্তর প্রদেশ একসঙ্গে মিলে শিল্প করা হবে। বেকাররা চাকরি পাবে। বিজেপির জন্য এনআরসি, কৃষক আন্দোলনে সময় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে রেলে চাকরি দেওয়া হোক।”
আরও পড়ুন:হয়রানি রুখতে কড়া দাওয়াই: পরিষেবা না দিলে এবার সরকারি কর্মীর ১০ হাজার টাকা জরিমানা











































































































































