গতকাল প্রয়াত হয়েছেন কিন্নরকন্ঠী। সঙ্গীত জগতে এমন ইন্দ্রপতনে শোকের ছায়া সর্বত্র। শিল্পীকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে মবার অর্ধদিবস ছুটি ঘোষিত হয়। এমনকি রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
সোমবার দুপুরেএ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যের নারী ও শিশুকল্যান মন্ত্রী শশী পাঁজা। মেয়র পারিষদ দেবাশিস কুমার।
আরও পড়ুন- প্রাণঘাতী হামলার শিকার হওয়া ওয়েইসির দীর্ঘায়ু কামনায় ১০১ ছাগল বলি ব্যবসায়ীর
কলকাতার রবীন্দ্রসদনে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানোর ব্যাবস্থা করা হয়েছে। সোমবার সকাল থেকেই রবীন্দ্রসদন চত্ত্বরে বহু সাধারণ মানুষ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন।
এছাড়া, ১৫ দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজবে লতা মঙ্গেশকরের গান।











































































































































