অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ( U-19 World cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। পাঁচে পাঁচবার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া ( Team India)। আর এই সাফল্যের পরই সেরা একাদশ দলেরও নেতৃত্ব পেলেন ভারতের অধিনায়ক যশ ধুল। রবিবার এক বিবৃতিতে সেই খবর জানিয়েছে আইসিসি।

ঘোষিত বারোজনের দলে যশ ছাড়া ভারত থেকে রয়েছেন আরও দুই ক্রিকেটার। তাঁরা হলেন অলরাউন্ডার রাজ বাওয়া এবং স্পিনার ভিকি অতসল। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক যশ। বিশ্বকাপে মোট ২২৯ রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি। রাজ বাওয়ার করেছেন মোট রান ২৫২। তার মধ্যে রয়েছে উগান্ডার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপেই অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংস। এ ছাড়াও ফাইনালেও তিনি ম্যাচের সেরার পুরস্কারও পান। ফাইনালে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাটেও মূল্যবান ৩৫ রান করেন। প্রতিযোগিতায় তিনি মোট নেন নয় উইকেট। ভিকি ছয় ম্যাচে পেয়েছেন ১২ উইকেট।

আইসিসি যে দল ঘোষিত করেছে তা হল, যশ ধুল, রাজ বাওয়া, ভিকি অতসল (ভারত), হাসিবুল্লা খান (উইকেটকিপার, পাকিস্তান) আওয়াইশ আলি (পাকিস্তান), তিয়াগু উইলি (অস্ট্রেলিয়া), ডেওল্ডাড ডেভিস (কক্ষিণ আফ্রিকা), টম প্রেস্ট, জস বাইডেন (ইংল্যান্ড), রিপন মণ্ডল (বাংলাদেশ), নূর আহমেদ (আফগানিস্তান)।
আরও পড়ুন:Yuzvendra Chahal: ‘রোহিত এবং বিরাটের পরিকল্পনাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য’: চ্যাহাল











































































































































