হাসপাতালে ২৭ দিনের দীর্ঘ লড়াইয়ের পর স্তব্ধ হলো কোকিলকণ্ঠী। সকলের চোখের জলে সুরালোকে পাড়ি দিলেন ভারতরত্ন কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। মানুষের হৃদয়ে রেখে গেলেন তাঁর সৃষ্টি। সুর সম্রাজ্ঞীর স্মৃতির মালায় জড়িয়ে রয়েছে আমাদের শহর তিলোত্তমা কলকাতাও।

আরও পড়ুন:Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত ৪

মধ্য কলকাতার বউবাজার এলাকার 16 Akrur Dutta Lane-এ বাড়ি বিখ্যাত সুরকার ভি বালসারার। সময়টা ছয়ের দশক। বিদ্যাপতি সিনেমার একটি গানের জন্য সুরকার বালসারা বেছে নিয়েছিলেন সুরকার লতা মঙ্গেশকারকে। তাঁর ডাকে কলকাতায় এসে “মেরে নেয়না সাওয়ন ভাদো” গানের রিহার্সাল হয়েছিল বালসারার কলকাতার এই বাড়িতেই। বিদ্যাপতি সিনেমার গানের জন্য মাত্র ১টাকা পারিশ্রমিক নিয়েছিলেন লতা মঙ্গেশকর।

তখন রেকর্ডিং হত বালসারার কয়েকটি বাড়ি পরেই হিন্দুস্তান রেকর্ড কোম্পানি স্টুডিওতে। গানের রিহার্সাল শুধু নয়, জমিয়ে আড্ডাও হতো বালসারার মধ্য কলকাতার এই বাড়িতেই। জানা যায়, লতা মঙ্গেশকার নিজের হাতে একটি দুর্গা মায়ের ছবি এই বাড়িতে রেখেছিলেন। যখনই কলকাতায় আসতেন, এই বাড়িতে এসে দুর্গা মায়ের সেই ছবিতে প্রণাম করে তবেই কাজে বেরোতেন।

এখনও বালসারার এই বাড়িতে রয়েছে লতার রিহার্সালের সময়কার বাদ্যযন্ত্র। কিছুটা অনাদরে অযত্নে পড়ে রয়েছে সেগুলি। উপরে পুরু ধুলোর আস্তরন। মেরামতির অভাবে ঘরের দেওয়াল থেকে খসে পড়ছে চুন। প্রায় পাঁচ দশক ধরে এই বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে লতার অনেক অজানা স্মৃতি।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































