সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে মুহ্যমান সারাদেশ। সঙ্গীত জগতে মাতৃবিয়োগে অনুভূতি। লতার প্রয়ানে প্রতিক্রিয়া জানিয়ে টুইট (Tweet) করলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন, “অসাড় লাগছে, কষ্ট হচ্ছে। গতকাল সরস্বতী পুজো ছিল। আর মা আজ তাঁর আশীর্বাদধন্যাকে নিয়ে গেলেন। জানি না কেন মনে হচ্ছে পাখি, গাছপালা, বাতাসও নীরব। ভারতরত্ন, কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর আপনার ঐশ্বরিক কণ্ঠ চিরকাল প্রতিধ্বনিত হবে। স্বর কোকিলা ভারতরত্ন, কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর আপনার সুর অনন্তকাল ধরে প্রতিফলিত হবে। আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।”
আরও পড়ুন-EastBengal: লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান, অর্ধনমিত রাখা হল ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা
লতার কম বয়সের একটি সাদা কালো ছবি পোস্ট করেন শ্রেয়া।
Feeling numb. Devastated. Yesterday was Saraswati Puja & today Ma took her blessed one with her. Somehow it feels that even the birds, trees & wind are silent today.
Swar Kokila Bharat Ratna #LataMangeshkar ji your divine voice will echo till eternity. Rest in peace. Om Shanti. pic.twitter.com/UvUDTPu1eq— Shreya Ghoshal (@shreyaghoshal) February 6, 2022