রাঘব চট্টোপাধ্যায়
লতাজি (Lata Mangeshker) কে নিয়ে কী বলব । কান্নায় আমার গলা ধরে আসছে। যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন। ততদিনই মানুষ উনাকে মনে রাখবেন। তাঁর কাজ, তাঁর সৃষ্টি , তাঁর গান কোনওদিনই শেষ হওয়ার নয় । হবেও না। লতা মঙ্গেশকর নিজেই একটি প্রতিষ্ঠান। কী করে গান ধরতে হয়, কী করে শ্বাস নিতে হয়, কী করে গানকে আরো আকর্ষণীয় করতে হয়, কী করে সুর ধরতে হয়- ছাড়তে হয়, কী করে গানকে শ্রোতার মনের মত করে পৌঁছে দিতে হয় এসব লতাজির গান শুনে শিখতে হয়। সারা জীবন ধরে সাধনা করে করে গানকে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁর গান শুধু গান নয় সম্পূর্ণ সংগীত । লতাজি আমার গুরু। আমার মা। আমার শিক্ষার অনুপ্রেরণা । আজ লতাজির চলে যাওয়া আমার কাছে মা স্বরস্বতীর বিসর্জন। এ দুঃখ ভোলার নয় । এ যন্ত্রণা নয় বলার নয়।








































































































































