মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন কামারহাটির (Kamarhati) তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক মদন মিত্র। শুক্রবার মোটরসাইকেল চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক(MLA)। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা (Accident)। মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। তড়িঘড়ি তাঁর অনুগামীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পায়ের হাঁটু তে ব্যথা পাওয়ায় ব্যান্ডেজ করতে হয় সেই স্থানে। আপাতত সুস্থ আছেন বঙ্গ রাজনীতির ‘ কালারফুল বয়’।
‘পদ্মভূষণ’ উস্তাদ রশিদ খানকে বাড়ি গিয়ে সম্বর্ধনা ভারতী-রুদ্রনীলের

জানা যায় শুক্রবার একটি অনুষ্ঠান থেকে ভিডিয়ো আপলোড করে কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তাঁর অবস্থানের কথা জানান নেট দুনিয়ার অনুরাগীদের। কিন্ত তারপরই তাঁর দুর্ঘটনায় আহত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এই প্রসঙ্গে মদন মিত্র সংবাদমাধ্যমকে জানান, যে তাঁর মাথাটা পিছনের চাকা আর সামনের চাকার মাঝে পড়ে গিয়েছিল। দুর্ঘটনায় চোখের ক্ষতি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন বিধায়ক।যদিও আপাতত পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই আছেন তিনি।কিন্তু ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা যদিও স্পষ্ট নয়।












































































































































