নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra), প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার (SMH Mirza)।

নারদ মামলার শুনানিতে শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং এসএমএইচ মির্জা। সেখানেই ইডির দায়ের করা নারদ মামলায় শুক্রবার অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল তাঁদের। প্রসঙ্গত, নারদ মামলায় ইডি যে চার্জশিট পেশ করে, তাতে এই চারজন ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়ের নাম ছিল। এর মধ্যে কয়েকমাস আগে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়।

তৃণমূল নেতাদের তরফে আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত সওয়ালে বলেন, তাঁর মক্কেলদের বিরুদ্ধে কোনও নেতিবাচক রিপোর্ট নেই। আদালতের সমস্ত নির্দেশ তাঁরা পালন করেছেন। তাই জামিন সুনিশ্চিত করার আবেদন জানান তিনি। বিরোধিতা করে ইডি-র আইনজীবী পাল্টা বলেন, এই মুহূর্তে তাঁরা জামিনের বিরোধিতা করছেন। কারণ, ইডির তরফে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করা ঠিক নয় বলে সওয়াল করেন ইডির আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখা হয়। পরে আদালত নারদ মামলায় চারজনের অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করে।

উল্লেখ্য, ২০১৬-র ১৪ মার্চ বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ প্রকাশ্যে আসে। গত বছরের ১৭ মে নারদ মামলায় আচমকাই রাজ্যের চার হেভিওয়েট ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয় তাঁদের। এরপর গত ১ সেপ্টেম্বর নারদ মামলায় চার্জশিট জমা দেয় ইডি। আদালতের নির্দেশ মতোই এদিন বাকি তিন জন এ দিন আদালতে উপস্থিত হন। এ দিন সেই মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল চারজনের।
আরও পড়ুন- পুরকর্মীরা সময়মতো পেনশন-বেতন পাবেন, পোস্টার কাণ্ড উড়িয়ে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

































































































































