সামনের মাসেই রিষড়ায় পুরভোট। তার আগে শুক্রবার, পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের (Zahid Hasan Khan) একটি ভিডিও (Video) ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানবাড়িতে শূন্যে গুলি চালাচ্ছেন তিনি। এই ভিডিওটি দেখিয়ে রাজ্যে শাসকদলের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু ঘটনা একেবারেই আলাদা। ভিডিও প্রসঙ্গে জাহিদ হাসান খান জানান, ওই ভিডিওটি প্রায় চার-পাঁচ বছর আগের। আর সেটা বিহারে তাঁর এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে। বিহারে বহু অনুষ্ঠানেই এটি হয়। কোনো ভাবে আইনভাঙার উদ্দেশ্যে নয়।

হঠাৎ করে এত বছর পরে এই ভিডিওটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে বিজেপির (Bjp) আইটি সেলের (IT Cell) হাত রয়েছে বলে অভিযোগ অনেকের। ভুয়ো ভিডিও দেখিয়ে উত্তেজনা ছড়ানো তাদের পুরনো অভ্যাস। বাংলাদেশের ভিডিও পশ্চিমবঙ্গের বলে অপপ্রচারের চেষ্টা করেছিল বিজেপির আইটি সেল। কলকাতার মা উড়ালপুল, অন্ডাল বিমানবন্দর, শিয়ালদহ ফ্লাইওভার এই সমস্ত ছবি নিয়ে বিজেপিশাসিত রাজ্যের উন্নয়নের প্রচার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। সে মিথ্যে প্রকাশ্যে চলে এসেছে। রিষড়ার ঘটনাতেও বিজেপির আইটি সেলের হাত রয়েছে বলে অভিযোগ রাজনৈতিক মহলের।













































































































































