Weather Forecast: বিদায়বেলায় জমিয়ে ব্যাটিং শীতের, সরস্বতী পুজোতে ফের বৃষ্টি

0
2

পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়ে এই বছর দফারফা হয়েছে শীতের।তবে বিদায় বেলায় ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। বৃহস্পতিবারের থেকে শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা একলাফে পারদ ৩ ডিগ্রি নেমেছে। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র থেকে সোমবার খেল দেখাবে শীত। ঠান্ডার কামড় টের পাবে বঙ্গবাসী। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আরও পড়ুন:RTPCR টেস্টের খরচ অনেকটাই কমাল রাজ্য সরকার


তবে, ফেব্রুয়ারির শুরুতেই বিদায় নিতে পারে শীত। বাড়তে পারে তাপমাত্রা।ইতিমধ্যেই তামিলনাড়ুর উপরে তৈরি হয়েছে ঘূর্নাবত। তার প্রভাবে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই উত্তুরে বাতাসের বদলে দখানা বাতাস ঢুকবে বলে জানানো হয়েছে। ফলে বঙ্গে বসন্তের আগমন ঘটবে।