স্বস্তি দিয়ে টানা পাঁচদিন পর দেশের দৈনিক সংক্রমণ তিন লক্ষের নীচে নামল। একইসঙ্গে ২০ শতাংশের নীচে নেমেছে সংক্রমণের হার।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬.৩৯ শতাংশ কম। সংক্রমণের হারও টানা পাঁচ দিন ১৫ শতাংশের উপর ছিল। সোমবার তা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এই হার নেমে হয়েছে ১৫.৫২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় কোভিডের কোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন, শতকরা হিসেবে যা ৯৩.১৫।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৪৯,১০৮, যার মধ্যে পজিটিভিটির রেট ১৫ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কর্নাটক। ওই রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু (৩০,২১৫), মহারাষ্ট্র (২৮,২৮৬) এবং কেরল (২৬,৫১৪)। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই সময়ের মধ্যে দু’লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে কোভিড পরিস্থিতির মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই ১৬২.৯২ কোটি দেশবাসী টিকা পেয়েছেন। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চালু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ। বুস্টার ডোজ পাচ্ছেন প্রবীণ কো-মর্বিডিটি রোগীরাও।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































