Graeme Smith: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওপর ভরসার রাখার জন‍্য বিসিসিআইকে ধ‍ন‍্যবাদ জানালেন গ্রেম স্মিথ

0
2

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ( Cricket South Africa)ওপর ভরসা রাখার জন‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ( Bcci) ধন‍্যবাদ জানালেন দক্ষিণ আফ্রিকা বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ । সোমবার টুইট করে স্মিথ লেখেন,” দক্ষিণ আফ্রিকার প্রতি আস্থা রাখার জন্য বিসিসিআই, জয় শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের সব ক্রিকেটার এবং দল পরিচালন সমিতিকে অনেক ধন্যবাদ।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে করোনার নতুন রূপ ওমিক্রনের কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু শঙ্কা কাটিয়ে ভারতীয় দল উড়ে যায় দক্ষিণ আফ্রিকায়। এক মাসের সফর নির্বিঘ্নে কাটার পর ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানায় দক্ষিণ আফ্রিকা বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ।

স্মিথ এদিন টুইট করে লেখেন, “দক্ষিণ আফ্রিকার প্রতি আস্থা রাখার জন্য বিসিসিআই, সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ ভারতের সব ক্রিকেটার এবং দল পরিচালন সমিতিকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই নিরাপদে সফল ভাবে একটা সফর শেষ করতে পারলাম আমরা। অনিশ্চয়তার সময় তোমরা এ দেশে এসে যে দায়বদ্ধতা দেখালে তা আগামী দিনে একটা উদাহরণ হয়ে থেকে যাবে।”

আরও পড়ুন:Smriti Mandhana: তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধনা