আজ নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী। রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের ছাতার তলায় দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে দিনটি। ব্যতিক্রমী নয় এ রাজ্যের তৃণমূল ছাত্রপরিষদ প্যারামেডিকেল ইউনিট। তারা অবশ্য নেতাজির প্রতিকৃতি বা আবক্ষ মূর্তিতে শুধু মাল্যদান বাস শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি। বরং, সমাজকল্যাণে অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে দিনটি পালন করেছে।


এদিন তৃণমূল ছাত্রপরিষদ প্যারামেডিকেল ইউনিটের পক্ষ থেকে দমদম জংশন স্টেশন চত্বরে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত মানুষ, যাঁরা রাস্তায় দিন যাপন করেন তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই মহামারী আবহে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বিতরণ করে। একইসঙ্গে গরীব অসহায় মানুষদের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্যদ্রব্য ও শীত বস্ত্র বিতরণ করে। এছাড়াও পথ চলতি অটো ,বাসে এবংবিভিন্ন যানবাহনে যাঁরা মাস্ক ছাড়া যাতায়াত করছিলেন তাঁদেরকেও মহামারী নিয়ে সতর্ক করেন।

এই মহৎ কর্মসূচিতে মেডিকেল ক্ষেত্রের অন্যতম স্তম্ভ প্যারামেডিকেলের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিল কলকাতা এসএসকেএম, আরজিকর, এনআরএস, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ , কলকাতা মেডিকেল কলেজ এবং বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের প্যারামেডিকেলের পড়ুয়ার। সমগ্র অনুষ্ঠান ও কর্মসূচির দায়িত্বে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্যারামেডিকেল ইউনিটের দুই কো-অর্ডিনেটর সাগ্নিক সাহা এবং মনিরাজ সিকদার।



আরও পড়ুন- দেশ: লাইব্রেরি থেকে ভাড়া পাওয়া যায় শাড়ি! অবাক কান্ড এদেশেই, নেপথ্যে আছেন মহিলারা


































































































































