Virat Kohli: প্রকাশ‍্যে বিরাট কন‍্যা, কোহলির অর্ধশতরান পূরণ করতেই ক‍্যামেরাবন্দি ভামিকা

0
3

প্রকাশ‍্যে বিরাট কন‍্যা। বাবা বিরাট কোহলির ( Virat kohli) খেলা দেখতে মা অনুষ্কা শর্মার ( Anushka Sharma) সঙ্গে দেখা গেল কন‍্যা ভামিকাকে ( Vamika)। এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলির মেয়েকে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলির অর্ধশতরান পূরণ করার পরেই তাকে দেখা যায়। গ্যালারিতে অনুষ্কা শর্মার কোলে ছিল ভামিকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে ৬৫ রান করেন বিরাট। ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলি। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন বিরাট। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা অনুষ্কাকে। তাঁর কোলেই ছিল ভামিকা। মেয়েকে চুমু খেয়ে কোহলির দিকে আঙুল দেখিয়ে তিনি বলতে থাকেন, “দেখো পাপা, পাপা।” আর নিমিষেই ভাইরাল সেই ভিডিও। মন কেড়েছে নেটিজেনদের।

https://twitter.com/ddsportschannel/status/1485264118978592783?t=Brs0Fy2bchooN_-WVDsQXg&s=19

এর আগে ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম অনুষ্কার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করলে, কোহলি এবং অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন ছবি প্রকাশ্যে না আনতে।

আরও পড়ুন:India Team: এএফসি মহিলা এশিয়ান কাপে বড় ধাক্কা ভারতীয় দলে, করোনায় আক্রান্ত ১৩ জন ফুটবলার