রবিবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে তৃতীয়ত একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India)। তিন ম্যাচের এই সিরিজ আগেই পকেটে পুরেছে প্রোটিয়ারা। ২-০ এগিয়ে তারা। এটা কার্যত নিয়মরক্ষার ম্যাচ। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল ( Kl Rahul)। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই হারের মুখ দেখলেন তিনি। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় রাহুল। বরং তিনি মনে করছেন এই হার ভারতের কাছে একটা বড় শিক্ষা। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

রাহুল বলেন,” নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলেছে। মাঝের দিকে আমরা প্রচুর ভুল করেছি। তবে এই হার গুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমরা এমন একটা দল যারা জিততে ভালবাসি। আশা করি, এই হার থেকে পাওয়া শিক্ষা আমাদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করবে। রবিবার পজেটিভ ফলাফল আসবে।”

এতদিন দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। বিরাট অধিনায়ক না থাকায় কি কোথাও কোন খামতি হচ্ছে? যদিও এই যুক্তি মানতে নারাজ রাহুল। তিনি বলেন,” দলের ক্ষমতা নিয়ে কোনও সমস্যা নেই। তবে দীর্ঘ দিন ধরে জৈবদুর্গে থাকার প্রভাব দলের উপর পড়েছে। পাশাপাশি, এখানকার গরমও আমাদের সমস্যায় ফেলেছে। কিন্তু তৃতীয় ম্যাচে আমরা জিততে মরিয়া।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































