রাতের কলকাতায় বাড়ছে গাড়ির গতি। যাদবপুরের পর এ বার ঘটনাস্থল গোলপার্ক। অন্য রাজ্যের নম্বর প্লেট লাগানো একটি স্করপিয়ো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের পাঁচটি দোকানে। তবে হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন:যাদবপুরে দুরন্ত গাড়ির ধাক্কায় মৃত এক পথচারী; আশঙ্কাজনক ৬ জন হাসপাতালে
জানা গেছে, রাত ১১টা ১৫ মিনিট নাগাদ গোলপার্ক থেকে ঢাকুরিয়ার দিকে গাড়িটি যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে বেশকিছু দোকানে ধাক্কা মারে। পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ ছিল। তবে কেউ আহত হননি। গাড়িটি নিয়ে দু’জন পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে দু’জনকে আটকও করেছে পুলিশ।
গাড়িটিতে নীল বাতি লাগানো ছিল বলে খবর। ভারত সরকারের স্টিকারও লাগানো ছিল। গাড়িটিতে লাগানো নম্বর প্লেটটি ঝাড়খণ্ডের।
রাতের কলকাতার নিত্যদিন দুর্ঘটনা ঘটার খবর উঠছে। বিশেষত রাতে গাড়ির বেপরোয়া গতি চিন্তার বিষয় হয়ে উঠেছে প্রশাসনের কাছে।


































































































































