প্রয়াত চন্দননগরের বিজেপি প্রার্থী গোকুল পাল

0
2

শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি (Bjp) প্রার্থী গোকুল পালের (Gokul Paul)। শুক্রবার, রাত আটটা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বেশকিছু দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। কয়েকদিন প্রচারেও বেরতে পারেননি। শুক্রবার, রাত ৮টা নাগাদ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে চন্দননগর (Chandannagar) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গোকুল পালকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মাওবাদী শীর্ষনেতা মহারাজ প্রামাণিকের আত্মসমর্পণ, মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা

বিজেপি নেতা হিসেবেই তিনি (Gokul Paul) পরিচিত। গত লোকসভার নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগদান করেন। এবারের চন্দননগর পুরনিগমের নির্বাচনে তিনি ১৭ নং ওয়ার্ডের বিজেপির প্রার্থী হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিজেপির অন্দরে। ওই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীরা পরিবারের প্রতি সমবেদনা জানান।