School Reopen: কবে খুলবে স্কুল? মুখ্যসচিবের কাছে প্রস্তাব পাঠাল স্কুল শিক্ষা দফতর

0
2

ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের কোভিড (Covid) বিধি। এই পরিস্থিতিতে আবার কবে খুলবে স্কুল? এই প্রশ্ন এখন সবার মুখে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, দ্রুত স্কুল খুলতে চেয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে প্রস্তাব পাঠালো স্কুল (School) শিক্ষা দফতর। শুক্রবার, মুখ্যসচিবের কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, বিষয়টি নিয়ে দ্রুত আলোচনায় বসতে চায় স্কুল শিক্ষা দফতর। নবান্ন সূত্রে খবর, তারাও বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা চাইছে।

আপাতত নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষা দফতর। স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক সবাই চাইছেন অনলাইনের ক্লাস ছেড়ে আবার অফলাইনে, ব্ল্যাকবোর্ডে ফিরুক পড়ুয়ারা। আন্তর্জাতিক মহলও স্কুল চালু করার কথা বারবার বলছে। দেশের অন্যান্য রাজ্যেও ধীরে ধীরে খুলছে স্কুল। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের তরফে আবার স্কুল চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নের। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য।

আরও পড়ুন- “মমতা আমারও নেত্রী”, বাড়ির উপর ড্রোন উড়ছে বলেই এমন মন্তব্য শুভেন্দুর ভাইয়ের