পার্সেল খুলতে গিয়ে বিপত্তি! ওষুধের পার্সেল খুলতেই প্রবল বিস্ফোরণ। যার জেরে জখম হলেন ওযুধের দোকানের মালিক সহ তিন জন। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বাহারাইলে। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উত্তর দিনাজপুরের বাহারাইলে একটু ওষুধের দোকান চালান বাবলু চোধুরী। স্থানীয় সূত্রে খবর শুক্রবার বিকেলের দিকে তার দোকানে একটি পার্সেল নামিয়ে দিয়ে চলে যায় এক টোটোচালক। প্রাপক হিসাবে পার্সেলের উপরে তাঁর নাম এবং মোবাইল নম্বর লেখা ছিল। তারপর? সেই পার্সেলটা খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল, যে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর দেখা যায়, গুরুতর আহত অবস্থায় পড়েছেন ৪ জন। ওষুধের দোকানের মালিক-সহ তিন জনের শরীর রীতিমতো ঝলসে গিয়েছে। তড়িঘড়ি আহতদের উদ্ধরা করা ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। সেই পার্সেল খুলতেই ভীষণ শব্দে কেপে ওঠে এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত ওই টোটোচালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রতিহিংসাজনিত কারনেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের।
আরও পড়ুন- দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট