আগামী মাসেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(assembly election)। তার ঠিক আগে ভোটমুখী উত্তরাখণ্ডে(Uttarakhand) বড় চমক দিল বিজেপি(BJP)। কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে টানলো গেরুয়া শিবির।

এদিন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও অন্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াত। জানা গিয়েছে, আজ সকালেই রাজধানীতে বিজেপির সদর দপ্তরে ধামির সঙ্গে প্রথম দফায় দেখা করেন কর্নেল রাওয়াত। উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনই ছিল বৈঠকের বিষয়বস্তু। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আরও পড়ুন:Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু
এদিন গেরুয়া শিবির যোগ দিয়ে বিজয় রাওয়াত বলেন, “আমাদের পরিবার বিজেপি সমর্থক। আমার বাবা, দাদা, আমার ছেলেও সেনাকর্মী। বিজেপির সঙ্গে আমাদের মানসিকতা মেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কাজ করছেন, আমরা তার সমর্থক।” উল্লেখ্য উত্তরাখণ্ড নির্বাচনে সাধারণত বছর বছর সরকার বদলের ট্রেন্ড দেখা যায়। সাম্প্রতিক সময়ে বিজেপির অন্দরের কোন্দল বাড়ছিল এই রাজ্যে। এখানে পরিস্থিতির মাঝে প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাইকে দলে নেওয়া উত্তরখণ্ড রাজনীতিতে অন্যতম বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল।















































































































































