জীবন মানে লড়াই করে বেঁচে থাকা। আর এই সংগ্রামের এক নাম “রণদীপ” (Ranadeep Basu)! “Dutta v/s Dutta” ছবির সেই কিশোর কে মনে আছে? এখন সে যুবক কিন্তু ক্যামেরার সামনে তার অভিনয় করার সুযোগ এখন নেই। তার নামের সাথে জড়িয়ে আছে প্রবাদ প্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) এর নাম। এতক্ষণে সবাই বুঝে গেছেন এই প্রতিবেদনে সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chattopadhyay) এর নাতি “রণদীপ” (Ranadeep Basu) এর কথাই বলা হচ্ছে। সৌমিত্র বাবুর মেয়ে পৌলমী বসু (পৌলমী১৭ জানুয়ারি রণদীপের জন্মদিনে সংবাদ মাধ্যমের কাছে নিজের মনের কথা প্রকাশ করেছেন। “কতগুলো বছর ধরে কী ভীষণ লড়াইটাই না চালিয়ে যাচ্ছে আমার ছেলে। সোমবার, ১৭ জানুয়ারি ওর জন্মদিন। আজও অভিনয় দুনিয়ার অনেকে, আমাদের কাছের-দূরের মানুষেরা রণদীপকে ভালবাসেন। ওর কথা জানতে চান। খোঁজ নেন। ওর জন্মদিনে তাঁদের সবাইকে সুখবর দিই, আগের থেকে অনেকটা ভাল আছে রণদীপ” , বললেন পৌলমী বসু।
আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১২ বছর ৩৪১ দিন বয়সে প্রয়াত!
কয়েক বছর আগের এক দুর্ঘটনায় বদলে গেছে ছেলেটার জীবন। সৌমিত্র চট্টোপাধ্যায় এর মতো অভিনেতার নাতি। স্বভাবতই কেরিয়ারের শুরুতে অভিনয় জগতে পা রাখা মাত্রই ,অনেক তুলনা টানা হয়েছে দাদু নাতির প্রসঙ্গে। কিন্তু ছেলেটার মধ্যে যে অভিনয় গুণ আছে, ক্যামেরার সামনে তার প্রতিভা সেই পরিচয় দিয়েছে। এখন রণদীপ কথা বলতে পারে না সেভাবে। কিন্তু তার মুখের সেই সরল হাসি আজও অমলিন। আস্তে আস্তে হাঁটাচলা করার চেষ্টা করছে সে প্রতিমুহূর্তে। লড়তে লড়তে জীবনে ফিরছে। এ কী কম কথা?
করোনার কারণে এবছর খুব বড়ো করে রণ-র জন্মদিন করা যায়নি, তবুও বাঙালি বাড়ির জন্মদিন পালনের প্রধান শর্ত মেনে ‘ পায়েস ‘ রেঁধে খাইছেন মা পৌলমী বসু।
চলে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ( Soumitra Chattopadhyay) কিন্তু রণ যেনো আজও দাদুকে আঁকড়ে ধরে জীবনের লড়াই টা করে চলেছেন। ঠিক করে কথা বলতে পারে না সে, একা হাঁটতেও অপারগ। তবু প্রতিবন্ধকতা সামলে রণদীপ তার প্রিয় দাদু সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি, অভিনয়, ভাষ্যপাঠ সারা ক্ষণ শুনতে চায়। এ ভাবেই যেন নতুন করে তার দাদুকে খুঁজে পেয়েছে সে আর মা পৌলমী পেয়েছেন আগামী দিনে স্বপ্ন দেখার উৎসাহ। আগামী মার্চে হয়তো মুক্তি পাবে রণদীপ অভিনীত ছবি ‘ছায়া মারীচ’। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় এই ছবি তে রণদীপ এর অভিনয় নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। অনেকে আবার আক্ষেপের সুরে বলছেন, সব ঠিক থাকলে রণদীপ আজ বাংলা সিনে জগতের অন্যতম তারকা হতেন।
অতীত আমাদের হাতে নেই, ভবিষ্যত আমাদের জানা নেই, আছে শুধু বর্তমান। সেই ‘আজ’টা কে সঙ্গী করে আগামী দিনকে উজ্জ্বল করতে চায় রণদীপ আর তার মা পৌলমী বসু।