কথায় আছে ‘ মাঘের শীত বাঘের গায়ে’। মাঘের শুরুতেই ফিরছে শীতের দাপট। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে আবহাওয়া দফতরের কথামত রাজ্যজুড়ে তরতরিয়ে নামছে পারদ। রবিবার সকালে হাড়কাঁপানো শীত না থাকলেও ঠান্ডা হাওয়া বইতে দেখা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিমী বায়ু রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:Narayan Debnath: অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নারায়ণ দেবনাথ, রয়েছেন ভেন্টিলেশনে
রবিবার ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে তিলোত্তমা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ক্রমশ পরিষ্কার হবে আকাশ। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার দরুন পারদপতন যেমন স্তব্ধ তেমনই, বৃষ্টির ভোগান্তির শিকার হয়েছেন বঙ্গবাসী। আগামী কয়েক দিনও কনকনে শীতের আমেজ থেকে বঞ্চিত হবে বাংলা। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের বঙ্গে জাঁকিয়ে শীত ফিরবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।


































































































































