সম্প্রতি চিনে (China) ফের করোনার (Corona) সংক্রমণ বাড়ছে। সংক্রমণ ঠেকাতে বড় ধরনের কড়াকড়ির পথে হেঁটেছে জিন পিং সরকার। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্তে কার্যত আতঙ্কে গুটিয়ে গিয়েছেন চিনের বাসিন্দারা। কোনও একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর এলে সঙ্গে সঙ্গেই সেই এলাকাটি ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এমনকী, আক্রান্ত এলাকার প্রত্যেকটি মানুষকে ধাতব বাক্সে ভরে কমপক্ষে ৭ দিন বন্দি করে রাখা হচ্ছে। সেই ধাতব বাক্সে হাত-পা ছড়িয়ে শোয়া-বসা যায় না। এমনকী, বাক্সে থাকা মানুষকে দুবেলা যা খেতে দেওয়া হচ্ছে তাতে পেট ভরছে না বলে অভিযোগ।

প্রসঙ্গত করোনা উদ্বেগ কিছুতেই আর কমছে না। প্রথম ঢেউ থেকেই সবার আগে আঙ্গুল উঠেছে চিনের দিকে। এবার তৃতীয় ঢেউ সামাল দিতে কার্যত নাজেহাল চিনা সরকার। ইতিমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ বাক্সের ব্যবস্থা। বাক্সের ভিতরেই রয়েছে শৌচাগার। ফলে একবার কাউকে ওই বাক্সের ভিতর ঢুকিয়ে দেওয়া হলে তিনি ৭ দিনের আগে ওই ধাতব বাক্সের বাইরে আসতে পারছেন না। চিন (China) জিরো টলারেন্স কোভিড (Covid 19) নীতি নিয়েছে। তাই কোথাও একজন করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট এলাকার প্রতিটি মানুষের করোনা পরীক্ষা হচ্ছে। কারও রিপোর্ট যদি পজিটিভ হয় তখন এলাকার সমস্ত বাসিন্দাদের ওই ধাতব ও বাক্সে বন্দি করে রাখা হচ্ছে কমপক্ষে সাতদিন।
আরও পড়ুন – Guideline: কোভিড পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন স্বাস্থ্য দফতরের, এক নজরে কী আছে তাতে































































































































