Sashi Panja: কোভিড পরিস্থিতিতে যৌনকর্মীদের পাশে মন্ত্রী শশী পাঁজা

0
2

কোভিডের কারণে মহামারি পরিস্থিতিতে যৌনকর্মীদের জীবিকা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে।রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। এই প্রান্তিক মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে  যৌনকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী  বিলি করা হল ।যৌনকর্মীদের মাথাপিছু পাঁচ (৫) কেজি চাল এবং এক (১) কেজি মুসুর ডাল দেওয়া হল। এর আগে ২০২০ এবং ২০২১ সালেও একই ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন- Covid Update: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন
সোমবার দুপুরে  রাজ্যের নারী-শিশু বিকাশ ও সমাজকল্যাণ  দফতরের মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা করা হয়। নীলমণি মিত্র স্ট্রিটে যৌনকর্মীদের হাতে চাল এবং ডাল তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন রাজ্য জুড়ে একই ধরনের সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০ হাজার জনকে চাল ও ডাল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।