Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়াকে বিশেষ সম্মান জানাল ভারতীয় ডাক বিভাগ। হরিয়ানায় বসানো হল নীরজের নামে সোনার রং করা পোস্টবক্স।

২) এবার নোভাক জোকোভিচের পাশে দাঁড়ালেন সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যানা ব্রানাবিক। করোনা টিকাকরণগত নিয়ম না মানায় অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি জোকারকে। অস্ট্রেলিয়া থেকে ফেরত না পাঠিয়ে দেওয়া হয় জোকারকে, সেই বিষয়ে কথা বলেন ব্রানাবিক।

৩) পাকিস্তান সুপার লিগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের খেলার অনুমতি দিল না সেই দেশের ক্রিকেট বোর্ড। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান গ্রেম স্মিথ।

৪) দেশ জুড়ে বেড়ে চলেছে করোনার দাপট। আর এরই মাঝে ভারতের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। সূত্রের খবর,করোনার কথা মাথায় রেখে এই সিরিজ একাধিক মাঠে না করে একই মাঠে একাধিক ম্যাচ করার ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের।

৫) সামার সেট ওয়ান প্রতিযোগিতা জিতে দারুণ ভাবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি শুরু করল রাফায়েল নাদাল।। ফাইনালে তিনি হারালেন আমেরিকার যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় ম্যাক্সিম ক্রেসিকে। ম‍্যাচের ফলাফল ৭-৬ (৮-৬), ৬-৩।

৬) অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য নোভাক জোকোভিচকে চিকিৎসাগত ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছাড়ের সাহায্যে তিনি যে অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন, এমন কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি জোকোভিচকে। রবিবার আদালতে জোকোভিচের বিরুদ্ধে করা হলফনামায় এমনই জানালেন অস্ট্রেলিয়া সরকারের আইনজীবীরা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ